চোখের জলে শেষ বিদায় সাথীকে : গ্ৰাম জুড়ে নিঃস্তব্ধতা , পায়ে পায়ে হাজার হাজার মানুষ

16th February 2021 11:54 am বাঁকুড়া
চোখের জলে শেষ বিদায় সাথীকে : গ্ৰাম জুড়ে নিঃস্তব্ধতা , পায়ে পায়ে হাজার হাজার মানুষ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  শেষ যাত্রায় মইদুল ইসলাম মিদ্যা। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার কোতুলপুরের এই ডিওয়াইএফআই কর্মীর তাঁর প্রিয় সংগঠনের পতাকা মোড়া মৃতদেহ চোরকোলা গ্রামে পৌঁছায় সোমবার গভীর রাতে। মঙ্গলবার ঐ গ্রামে  মইদুল ইসলামের শেষ যাত্রায় অংশ নিলেন হাজার হাজার মানুষ। সঙ্গে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জী, রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, সভানেত্রী মিনাক্ষী মুখার্জী, সিপিআইএম নেতা, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র, দলের নেতা তাপস চক্রবর্ত্তী সহ অসংখ্য বাম নেতা কর্মীরা।

উপস্থিত সিপিআইএম কর্মী থেকে সাধারণ মানুষ একটিবার চোখের দেখা দেখতে চান তাঁদের প্রিয় 'কমরেড'কে। সকলেই চাইছিলেন মইদুলের কাছে একটিবার পৌঁছাতে। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী।  মইদুল ইসলামের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ি থেকে শেষ যাত্রা শুরু হয়। পরে গ্রামের একটি ফাঁকা মাঠে এসে সেখানে ধর্মীয় রীতিনীতি পালন শেষে নির্দিষ্ট কবররস্থানে নিয়ে গিয়ে সেখানে তাঁকে কবরস্থ করা হয়।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।